• ২০২১ সালে ডেক্রেতো ফুসি বিদেশী শ্রমিকদের ইতালীতে কাজের জন্য অনুমতির প্রক্রিয়া

    https://www.interno.gov.it/it/notizie/decreto-flussi-2021-69700-ingressi-consentiti-italia-lavoratori-non-comunitari

    আসসালামু আলাইকুম।
    আপনার ইমেইলের জন্য ধন্যবাদ।
    ইতাল-বাংলা সমিতি  1992 সাল থেকে ইতালিতে একটি নিবন্ধিত সামাজিক সংগঠন। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ইতালীতে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের কল্যাণ মূলক কর্মকান্ডে সুনামের সাথে  জড়িত আছি।
    Web : www.italbangla.net 

    2021 ইতালী সরকারি ঘোষণা মোতবেক:
    কনস্ট্রাকশন বিল্ডিং – টুরিজম হোটেল –রেষ্টুরেন্ট – ট্রান্সপোর্ট এই 3 টি সেক্টরে   বাংলাদেশসহ 32 টি দেশ থেকে  ইতালিতে মাইগ্রেশন স্ট্যাটাসে 17.000 কর্মী ইতালিতে আসতে সক্ষম হবে।
    গত 27শে জানুয়ারী সকাল 9টায় হতে আবেদ জমা শুরু হয়েছে ও চলছে।

    ইতালতে কাছের সুযোগ কিভাবে গ্রহন করবেন :
    এই মুহূর্তে আমরা কনস্ট্রাকশন কাজের জন্য দক্ষ কাজ জানা শ্রমিক  খুজছি যারা এখনই কাজে নিয়োজিত হতে পারবে। যেমন:

    কনস্ট্রাকশন বিল্ডিং সেকটরে :

    – ম্যাসন – রাজমিস্ত্রী
    – কার্পেন্টার – কাঠ মিস্ত্রি
    – প্লাস্টারিং ও রং  –
    – রড বাইন্ডিং
    -ইলেকট্রিশিয়ান
    – পাইপ ফিটার
    – ওয়েল্ডার
    – মেশিন অপারেটর
    – জেনারেল ওয়ার্কার

    – টুরিজম সেক্টরে  ঃ হোটেল  ও রেস্টুরেন্ট  কর্মী
    – ট্রান্সপোর্ট সেক্টরে ঃ হেভি ও লাইট ড্রাইভার ও ট্রান্সপোর্টেশন কর্মী 

    2021 সালে উল্লেখিত কাজের ক্যাটাগরি হচ্ছে  পার্মানেন্ট

    ক্যাটাগরি মাইগ্রেশন স্টেটাস 17.000 কর্মী ইতালিতে আসতে  সক্ষম হবে।

    —————————————

    এছাড়াও কৃষি ও টুরিজিম সেক্টরে হোটেল  ও রেস্টুরেন্ট  কর্মী  সিজনাল কাজের জন্য 41.000  ওয়ার্কার প্রয়োজন হবে।

    গত ১লা ফেব্রুয়ারী সকাল 9টায় হতে আবেদ জমা শুরু হয়েছে।

    এই ক্যাটাগরিতে আসার পরে এই শ্রমিকদের একই মালিকে সাথে তারে কাজের সম্পর্ক দুইটি সিজনের হতে হবে তার স্টেটাস  স্থায়ী হবার জন্য। অন্যথায় দেশে ফেরত যেতে হবে। আবার পরের সিজেনে আসতে হবে।
    ইতালিতে আসার পরে কাজ করতে প্রত্যেকটা মানুষের ইতালিয়ান ভাষায় কমপক্ষে কথা বলার মত ক্যাপাসিটি থাকতে হবে , যাতে করে সাথে সাথে কাজে যুক্ত হতে পারে।  অন্যথায় তাকে কাজ হারাতে হবে কারন ইতালীতে অন্য ভাসায় কথা বলতে অভ্যস্ত নয় এবং কথা বলতে না পারলে তাকে কাজে রাখার সম্বাবনা নেই এবং বেকার হতে হবে।

     

    • বাংলাদেশে ও ইতালীতে বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র সাথে আমাদের চুক্তি রয়েছে।  একজন শ্রমিকের কাজের নিরাপত্তার জন্য ও একটি কাজে নিয়োজিত করার জন্য আমাদের মাধ্যমে সকল আবেদকারীর জন্য বাধ্যতামুলক ভাবে কাজের  প্রশিক্ষনের ব্যবস্থা করা  ও  ইটালিয়ান ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করব।  যাতে করে কোনো কর্মী ইতালীতে আসার পরে একদিন ও বেকার থাকতে না হয় এবং কাজ হারাতে না হয়।

     

    ইতাল বাংলা সমিতির  সহায়তা নিয়ে  কোন ব্যক্তি ইতালিতে আসতে আবেদন প্রসেসিং করেন তার জন্য   আমরা  ইতালিতে  আসার সাথে সম্পৃক্ত সকল কাজ যেমন আসার জন্য ইতালীতে মালিকের মাধ্যমে কাজের ওয়ার্ক পারমিট  বের করা,  বাংলাদেশ সরকারের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করা, বাংলাদেশে ইতালীয়ান দূতাবাসে  ভিসা আবেদন জমা করা,  টিকেট করা ও  ইতালীতে আসার পরে রিসিভ করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, কাজে নিয়োজিত করা এবং স্থায়ী রেসিডেন্স পার্মিট পাবার মত সকল বিষয়ে সহযোগীতা আমাদের সহায়তা পাওয়া যাবে।

    আমরা ইতালীতে নিবন্ধিত সামাজিক ও সহায়াতামূলক অলাভজনক প্রতিষ্ঠান  হিসাবে প্রতিটি প্রবাসীকে সহায়তা করা এবং বাংলাদেশী নাগরিকদের সামাজিক নিরাপত্তা সহ  সকল প্রকার সহায়তা করে  থাকি।  ইতালীয় আইনে প্রদত্ত সকল অধিকার সংরক্ষন,  তদারকি ও নিরাপত্তা বিধান করে থাকি।

    আপনারা যারা আগ্রহী তারা তাদের জীবন বৃত্তান্ত পাসপোর্ট কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন।  আপনার কোন কিছু জানার থাকলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে  মেসেজ লিখে দিন আমরা জবাব দিব।

    ইতাল বাংলা কাউন্সিলিং টিম
    ইতালীতে  +39 327 2264994
    বাংলাদেশ +88 01701 491777
    Email: rm2@italbangla.net
    ‎আপনাদের মনোযোগ এর জন্য ধন্যবাদ।

    Facebook Comments